সিটি করপোরেশন, পৌরসভা, জেলা এবং উপজেলা পরিষদের মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে সরকার। তাছাড়া এসব স্থানে প্রশাসকও নিয়োগ করতে পারবে। এমন বিধান রেখে অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত পৃথক অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশে বলা হয়, অন্য কোনও আইন বা বিধানে ভিন্ন কিছু থাকলেও বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে বা জনস্বার্থে সরকার মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ করতে পারবে। একইভাবে এসব স্থানে একজন প্রশাসকও নিয়োগ দিতে পারবে সরকার।
এতে আর বলা হয়, এক্ষেত্রে প্রশাসকের কাজে সহায়তা করার জন্য একাধিক সদস্যের কমিটিও গঠন করতে পারবে সরকার। কমিটির সদস্যরা যথাক্রমে জনপ্রতিনিধিদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন।
/আরএইচ
Leave a reply