স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে রেকর্ড ৩৬তম লিগ শিরোপা জয়ের নজীর গড়ে কার্লো আনচেলত্তির দল। লা লিগার শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্যে আজ রবিবার নিজেদের অভিযান শুরু করবে লস ব্ল্যাঙ্কোসরা। লিগে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মায়োর্কা। বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিবে মায়োর্কা।
উয়েফা সুপার কাপে জয়ের পর, বেশ চনমনে মেজাজে লস ব্ল্যাঙ্কোসরা। নতুন মৌসুমে, মাঠে নামার আগে নিজেদের ঝালাই করে নিতে ব্যস্ত পুরো দল। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নির্ভার, কিলিয়ান এমবাপ্পে। গত বুধবার সুপার কাপে অভিষেক ম্যাচে মাঠে নেমেই গোল দেন, এই ফরাসি ফরওয়ার্ড।
জয় দিয়েই নতুন মৌসুম শুরু করতে মরিয়া, আনচেলত্তির দল। তবে, প্রাক মৌসুমে খুব একটা ভালো সময় কাটেনি রিয়াল মাদ্রিদের। চেলসির বিপক্ষে জিতলেও হারতে হয়েছে এসি মিলান ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।
এদিকে, শিরোপা পুনরুদ্ধারে শনিবার জয় দিয়ে মিশন শুরু করেছে বার্সেলোনা। রবার্ট লেভানডোস্কির জোড়া গোলের সৌজন্যে কাতালান ক্লাবটি ২-১ ব্যবধানে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। সেইসঙ্গে কোচ হিসেবে জয় দিয়েই বার্সা অধ্যায় শুরু করলেন হ্যান্সি ফ্লিক।
/আরআইএম
Leave a reply