রাসেল-হোল্ডার-জোসেফকে ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ

|

আগামী ২৪ আগস্ট শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার (১৮ আগস্ট) ১৫ জনের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দলে নেই তিন সিনিয়র ক্রিকেটার রাসেল, হোল্ডার ও জোসেফ।

বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, এই সিরিজ থেকে বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন রাসেল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ক্যারিবিয়ান দলের অংশ ছিলেন ৩৬ বছর বয়সী রাসেল। সম্প্রতি ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা দা হান্ড্রেড-এ লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন তিনি। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা জোসেফ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না তিনি। চোটের কারণে দলে নেই ওপেনার ব্যাটসম্যান ব্র্যান্ডন কিংও। বিশ্বকাপে একটি ম্যাচেও খেলার সুযোগ না পাওয়া শিমরন হেটমায়ার জায়গা ধরে রেখেছেন। সবশেষ তিনি এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচগুলো।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply