মইনুল হোসেনকে ঢাকায় চিকিৎসাসেবার বিষয়ে হাইকোর্টের রুল

|

মানহানীর মামলায় কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন রংপুর থেকে ঢাকায় এনে নির্দিষ্ট হাসপাতালে সুচিকিৎসা দেয়া হবেনা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে হাইকোর্টের নির্দেশমত মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেন ডিএজি। প্রতিবেদনে উল্লেখ করা হয় মইনুলের পারকিসন্স, ডায়বেটিক, হাইপার টেনশন সহ হৃদরোগ সমস্যা রয়েছে। এরপর আসামীপক্ষের আবেদেনের প্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে।

১৮ নভেম্বর এ বিষয়ে আদেশের জন্যে দিন ধার্য করে আদালত। এছাড়া রংপুর ও জামালপুরের মানহানীর মামলায় মইনুলের জামিন শুনানি ১৪ নভেম্বর নির্ধারণ করেছেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply