রাশিয়ার আরও একটি সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের

|

ছবি: বিবিসি

দু’দিনের ব্যবধানে রাশিয়ার আরও একটি সেতু ধ্বংসের দাবি করলো ইউক্রেন। রোববার (১৭ আগস্ট) বিমান হামলায় কুরস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ সেতুটি ধ্বংস হয়েছে বলে দাবি কিয়েভের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার। বিমান থেকে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী।

এতে দেখা যায়, সিম নদীর ওপর সেতুটি বিস্ফোরণের শিকার হয়। ধসে পড়ে একাংশ। হামলার সময় সম্পর্কে জানা যায়নি। মূলত, অস্ত্র-সরঞ্জাম সরবরাহে সেতুটি ব্যবহার করতো রাশিয়া।

কিয়েভের দাবি, চলমান যুদ্ধে মস্কোর সক্ষমতা ধ্বংসই তাদের লক্ষ্য। প্রায় দু’সপ্তাহ ধরে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অগ্রসর হচ্ছে কুরস্কে। শুক্রবারও সিম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করা হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply