পাচারকৃত অর্থ ফেরত আনতে ইইউ’র সহযোগিতা চাইলো বিএনপি

|

পাচারকৃত অর্থ দেশে ফেরাতে ইইউ’র সহযোগিতা চাইলেন বিএনপি নেতারা। সোমবার (১৯ আগস্ট) সকালে দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নড স্প্যানিয়ের।

সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় ইউরোপীয় জোট কীভাবে সহযোগিতা করতে পারে- সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, পুরোপুরি গণতন্ত্র কীভাবে ফেরানো যায়, সেই প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। এই বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অ্যানি চৌধুরী এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে চলেছে- তা নিয়ে বিস্তর আলাপ হয়েছে; এমনটা জানান বিএনপির নেতৃবৃন্দ।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply