১৩ বছর পর হারুন-বিপ্লবের বিরুদ্ধে মামলা জয়নুল আবদিন ফারুকের

|

২০১১ সালে জাতীয় সংসদ ভবন এলাকায় মারধোরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ ও বিপ্লব কুমারের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ১৩ বছর পর তিনি এই মামলা দায়ের করলেন।

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন তিনি। অভিযোগে উল্লেখ করেন, ২০১১ সালে বেশ কয়েকজন সংসদ সদস্যসহ মানিক মিয়া এভিনিউতে হরতালের সমর্থনে মিছিল করছিলেন তারা। এ সময় তখনকার তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ ও মোহাম্মদপুর এলাকার এডিসি বিপ্লব কুমার সরকারসহ বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয়।

একপর্যায়ে হারুন ও বিপ্লব তাদের সাথে অপেশাদার আচরন ও গালিগালাজ শুরু করে। পরে জয়নুল আবদীন ফারুককে মারপিট করা হলে তিনি রাস্তায় পড়ে যান। এ ঘটনায় তিনি শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করলেও তখন তা গ্রহণ করা হয়নি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply