ভোলা প্রতিনিধি:
ভোলায় নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মো: সালাউদ্দিন মাঝি (৩৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এঘটনায় নদীতে পরে যাওয়া তার ছেলে মো: শাহিন (১১) নিখোঁজ রয়েছেন। এছাড়াও এ ঘটনায় মো: লিটন মাঝি নামে আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন মাঝি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ার হাট বেড়ি বাঁধ এলাকায় মো: আব্দুর রশিদ মাঝির ছেলে।
নিহতের চাচাতো ভাই মো: হারুন মাঝি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালাউদ্দিন মাঝির নেতৃত্বে তার ছেলে শাহিন ও স্থানীয় লিটন মাঝি বিকেলের দিকে ওই এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে নামেন। হঠাৎ বজ্রপাত হলে সালাউদ্দিন মাঝির গাঁয়ে লাগলে ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও বজ্রপাতে আঘাতে নদীতে পরে নিখোঁজ হন শাহিন ও আহত হন লিটন মাঝি। পরে স্থানীয় জেলেরা সালাউদ্দিন মাঝির লাশ ও আহত লিটন মাঝিকে তীরে নিয়ে আসে। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন শাহিন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
/আরআইএম
Leave a reply