পিআইবির ডিজি জাফর ওয়াজেদের নিয়োগের চুক্তি বাতিল

|

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের নিয়োগের চুক্তি বাতিল করেছে সরকার। সোমবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার সাথে করা চুক্তি বাতিলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাফর ওয়াজেদের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে যোগদান করেন জাফর ওয়াজেদ। এরপর আরও তিনবার পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান তিনি। সর্বশেষ গত ৭ মে তাকে চতুর্থবারের মতো দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়েছিল।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply