প্রায় ১ মাস পরে লিজা আক্তারের মৃত্যুকে ঘিরে অরোরা স্পেশালাইজড হাসপাতালকে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় অরোরা স্পেশালাইজড হাসপাতালে যায় শিক্ষার্থীসহ লিজার আত্মীয়রা। এসময় হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির কথা তুলে ধরেন তারা।
শিক্ষার্থীরা বলেন– প্রফেসর ডা. আব্দুল ওয়াহাব খান, ডা. কাজী ইসমাইল হোসেন ও ডা. ওয়ারি উদ্দিন আহমেদকে বিচারের আওতায় আনতে হবে। এজন্য ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশ ছিল প্রায় অচল। ওইদিন শান্তিনগরের বাসায় বারান্দায় পেটে গুলি লাগে লিজা আক্তারের। প্রথমে লিজাকে অরোরা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২২ জুলাই হাসপাতালে মৃত্যু হয় লিজার।
/এএম
Leave a reply