কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার কন্যা অপসারিত মেয়র সূচনার নামে আরও এক মামলা

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাসসিন বাহার সূচনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। নগরীর তালতলা চৌমুহনীতে ছাত্র-জনতার মিছিলে সশস্ত্র হামলা ও আহত করার ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

বাহার ও সূচনা ছাড়াও আরও ২২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন কুমিল্লার দক্ষিণ চর্থা তাল তলার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া। কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়ার লক্ষ্যে ছাত্র-জনতা মিছিল সহকারে কান্দিরপাড় মোড়ে যাওয়ার জন্য দক্ষিন চর্থা তালতলা চৌমুহনী সৈয়দ বাড়ি সংলগ্ন রাস্তায় সমবেত হয়। এ সময় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও সূচনার হুকুমে আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করে নিরস্ত্র ছাত্রজনতার ওপর অতর্কিত হামলা করে। এতে বাদির ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হয় এবং দা’র কোপে গুরুতর জখম হয়। এছাড়া এ ঘটনায় রোমান হাসান, রিপন, সাবিক, ইসমাইল, কাজী সুমন, ইসমাইল হোসেন গুলিবিদ্ধ ও জখম হয়। 

মামলায় অন্যদের মধ্যে কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বেশকিছু কাউন্সিলরকেও আসামি করা হয়।

এর আগে, রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সূচনার নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৬২জনকে আসামী করা হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply