স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী :
গত তিনদিনের বর্ষণে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের সবকটি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে রয়েছে পৌর বাসিন্দারা। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তার পাড়া, মাস্টার পাড়া, উকিল পাড়া, পাঠানবাড়িসহ শহরের অভ্যন্তরীণ সড়কগুলো পানিতে তলিয়ে আছে। পৌরসভার জনপ্রতিনিধি কিংবা পরিচ্ছন্নতাকর্মীরা কাজ না করার কারণে বাসিন্দারা বাড়তি আতঙ্কে রয়েছে।
এদিকে, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দুই উপজেলায় মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। চলতি মাসের শুরুতে মুহুরী নদীর ১১ টি স্থানে ভেঙ্গে যাওয়া বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। ফলে, দুই উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, পৌরসভায় পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে, পৌর প্রশাসক মাঠে কাজও করছেন। এছাড়া ফুলগাজী পশুরামে ত্রাণ দেয়া অব্যাহত রয়েছে।
/এআই
Leave a reply