কয়েক দিনের টানা বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তিন দিনের টানা বৃষ্টিতে ফেনী সদর উপজেলাসহ পৌরসভার ১৮টি ওয়ার্ডের সবকটিতে জলমগ্ন হয়েছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। শহরের মূলসড়কগুলো পানিতে তলিয়ে আছে।
এছাড়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুইটি উপজেলার প্রায় ৭০টি গ্রাম প্লাবিত। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
টানা বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাটসহ নিম্নাঞ্চল। এসব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে নগরবাসী। পানি ঢুকে যায় বাসাবাড়ি-দোকানপাটে। সড়ক জলমগ্ন থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মমুখী ও স্কুলগামীরা। যানবাহনের অভাবে বিপাকে পড়তে হয় তাদের।
ভারি বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের আশপাশের ছড়া, খাল ও নদীর পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
এদিকে, নতুন করে বৃষ্টি না হওয়ায় কক্সবাজার ও কুমিল্লার নিচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।
/এনকে
Leave a reply