জামালপুর করেসপনডেন্ট:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহা পরিচালক ডা: রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের চিকিৎসকরা।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জামালপুর জেনারেল হাসপাতালে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ব্যানারে মানববন্ধন করে তারা।
বক্তারা জানান, যারা স্বাস্থ্য অধিদফতরকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে তাদের দুর্নীতির বিচার করতে হবে। দেশকে দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা উপহার দেয়ার প্রত্যয় করেন তারা। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহা পরিচালক ডা: রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান দোসরদের পদত্যাগের দাবি করেন তারা।
/এআই
Leave a reply