খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হচ্ছে ‘মাদার অব ডেমোক্রেসি’

|

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

সিনেমার পরিচালকের দাবি, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। অক্টোবরে শুট শুরু হবে।

পরিচালক জানান, অনেক দিন ধরে তারা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলেন। নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। তারা খালেদা জিয়ার জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছেন। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।

তবে এতে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply