ব্রিকসের সদস্য হতে ভারতের সহায়তা চায় মালয়েশিয়া 

|

প্রথমবারের মতো ভারত সফর করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বের বৃহৎ অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য ভারতের সহায়তা চাওয়ার পাশাপাশি দু’দেশের সম্পর্ক এগিয়ে নেয়া এই সফরের অন্যতম লক্ষ্য। মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের যৌথ উদ্যোগে গঠিত অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে ভারতের সহায়তা চাওয়ার বিষয়টি এই বৈঠকে আলোচনা হতে পারে। 

উল্লেখ্য, আগামী অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে ব্রিকসের পরবর্তী সম্মেলন। সেই সম্মেলনের আগেই জোটের সদস্য হতে চায় মালয়েশিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply