সংস্কার কার্যক্রম-নির্বাচনী রোডম্যাপ জানতে চায় ইসলামী আন্দোলন

|

অন্তর্বর্তী সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন, প্রক্রিয়া ও সময় অতি দ্রুত প্রকাশ ও জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন প্রত্যাশা করে, অন্তর্বর্তী সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন-প্রক্রিয়া ও সময় অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবে।

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারকে দেশের শান্তিকামী জনগণ এবং আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।

সংবাদ সম্মেলনে ফয়জুল করিম দলের সাত দফা তুলে ধরেন এবং কর্মসূচি ঘোষণা করেন। ফয়জুল করিম জানান, আগামী ২১ থেকে ৩১ আগস্ট দেশের সব জেলা ও মহানগরে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হবে। ১ থেকে ১০ সেপ্টেম্বর গণসমাবেশ হবে দেশের সব থানায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply