বিএনপি জনগণের নিরাপত্তা বেষ্টনী: রফিকুল আলম মজনু

|

বিএনপি জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের রেলক্রসিং মোড়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজনু বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবক্ষেত্রে দলীয়করণ করেছেন, অনাচার করেছেন। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে বিগত সরকার।

এর আগে, দিনব্যাপী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংসদীয় এই আসনের বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply