৭ বছরের চুক্তিতে চেলসিতে পাড়ি দিলেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স

|

মাদ্রিদ থেকে লন্ডনে পাড়ি জমালেন পর্তুগিজ তারকা ফুটবলার জোয়াও ফেলিক্স। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ৭ বছরে চুক্তি অনুয়াযী ২০৩১ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যাবে তাকে।

২০২২-২৩ মৌসুমে ছয় মাসের জন্য চেলসিতে লোনে খেলেছিলেন ফেলিক্স। সেবার দলটির হয়ে ২০ ম্যাচে চারটি গোল করেন তিনি। এবার তাকে পাকাপাকিভাবে লম্বা সময়ের জন্য কিনে নিলো ক্লাবটি।

আবার, গত মৌসুমে লা লিগার দল বার্সেলোনায় একই কায়দায় লোনে খেলেন ফেলিক্স। কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ১০ গোল করেন তিনি। ২০১৯ সালে বেনফিকা থেকে ফেলিক্সকে দলে টানে আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটির ২০২১ সালে লা লিগা শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সব মিলিয়ে দলটির হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোল করেন এই ফুটবলার।

উল্লেখ্য, এবার প্রিমিয়ার লিগ মৌসুম হার দিয়ে শুরু করেছে চেলসি। মৌসুমের প্রথম ম্যাচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হারে তারা। এবার পাকাপোক্তভাবে দলে যোগ দেয়ার পর নীল জার্সিতে কেমন করবেন ফেলিক্স সেটিই দেখার বিষয়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply