কন্ট্রোল রুম চালু করেছে পানি উন্নয়ন বোর্ড, ছুটি বাতিল

|

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। এর পাশাপাশি উত্তর ও পূর্বাঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পানি উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জোনের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীদের বন্যাকালীন জরুরী তথ্যের বিষয়ে ই-মেইল বা ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

কন্ট্রোল রুমের মোবাইল নং- ০১৩৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮। ইমেইল: [email protected] এবং [email protected]

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের দফতরসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল থাকবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালি, মৌলভীবাজার, রাঙ্গামাটিসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply