ইতালির সিসিলি উপকূলে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরির নিখোঁজ ছয় যাত্রীর মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কোস্টগার্ড নিশ্চিত করেছে এ তথ্য।
এখনও পরিবার বা স্বজনরা শনাক্ত না করায় মরদেহগুলোর পরিচয় প্রকাশ করেনি ইতালি কর্তৃপক্ষ। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, উদ্ধারকৃতদের মধ্যে আছে ধনকুবের মাইক লিঞ্চ ও তার মেয়ে হানা এবং মরগ্যান স্ট্যানলি ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী।
বুধবার (২১ আগস্ট) বিকেলে পোর্টিসেলো হারবার উপকূল থেকে উদ্ধার করা হয়, মাইক লিঞ্চ ও তার মেয়ের মরদেহ। কয়েক ঘণ্টা পর পাওয়া যায় বাকি দু’জনকে। নিখোঁজ অপরজনের সন্ধানে সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছে ডুবুরিরা।
সোমবার সিসিলি উপকূল থেকে ৭শ’ মিটার দূরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বিলাসবহুল প্রমোদতরী বায়েসিয়ান। প্রবল ঝড়বৃষ্টির জেরে ডুবে যায় ১০ ক্রু ও ১২ যাত্রী নিয়ে। জীবিত উদ্ধার করা হয় ১৫ জনকে।
/আরআইএম
Leave a reply