বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুনগোভেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কারিগরি দল।
বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকা এসে পৌঁছায় দলটি। প্রাথমিক কারিগরির এই দলটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহ সফর করবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। এছাড়াও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে দলটি। তবে, ঢাকায় যে দলটি এসেছে সেটি জাতিসংঘের মূল তথ্যানুসন্ধানী দল কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
/এমএইচ
Leave a reply