ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১

|

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২১ জনে। নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ।

শহর কর্তৃপক্ষ বলছে, আগুনে পুড়ে গেছে এক লাখ ৬০ হাজার একর এলাকা। ধ্বংস হয়েছে ৩ হাজারের বেশি ঘরবাড়ি। উত্তর ক্যালিফোর্নিয়ায় এখনও জারি আছে জরুরি অবস্থা।

ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত আশপাশের এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে শুষ্ক আবহাওয়া, বাতাসের তীব্র গতিবেগের কারণে দাবানল ঠেকানো কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন তারা। গেল রোববার, আকস্মিকভাবে এ দাবানলের সূত্রপাত হয়। ক্যালিফোর্নিয়ায় অন্তত ১৭টি স্থানে এখনো সক্রিয় রয়েছে দাবানল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply