নাটোরে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

|

সিনিয়র করেসপনডেন্ট:

নাটোরের নলডাঙ্গায় মাহাবুবুর রহমান (৪০) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, বুধবার রাতে মাহাবুবুর খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়না। বৃহস্পতিবার সকালে বাসুদেবপুর উত্তরপাড়ায় এলাকায় পুকুরপাড়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে এসে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে। নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply