দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) দ্বিতীয় মেয়াদের (২০২৪-২৫) ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক মো. জাহিদ কালাম। এছাড়া, যুগ্ম সম্পাদক উপ-পরিচালক আহসানুল কবির পলাশ, সাংগঠনিক সম্পাদক উপ-পরিচালক শারিকা ইসলাম, দফতর সম্পাদক উপ-পরিচালক মো. হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। দ্রুতই সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ডুসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তাতে বৈষম্যহীন সমাজ গঠন এবং দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ নির্মাণে ডুসার সদস্যরা অঙ্গীকারাবদ্ধ। দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের কল্যাণে দেশের সামগ্রিক উন্নয়নে ডুসা সচেষ্ট থাকবে।
/আরএইচ
Leave a reply