বানভাসি মানুষের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

|

সারাদিন ত্রাণ সংগ্রহের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ও ডাকসু ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। কেউ ব্যাগে ভরছেন চিড়া-মুড়ি, কেউ ভরছেন খাবার স্যালাইন।

টিএসসি থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতেই ফেনীর উদ্দেশে রওনা হয় ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিলো লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশেও ছেড়ে যায় ট্রাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমাদের তৃতীয় ট্রাকটি কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশে যাত্রা করছে। এরপর একে একে যাত্রা করবে লক্ষ্মীপুর, আখাউড়া, কসবা অঞ্চলগুলোর দিকে।

রাতভর এই প্যাকেজিংয়ে অংশ নিয়েছে ছাত্রীরাও। আন্দোলনের মতো এটিও তাদের কাছে একটি যুদ্ধ। তাদের একজন বলেন, যেগুলো খুব দরকারি জিনিস, সেগুলো বানভাসি মানুষের কাছে পৌঁছালে তাদের জন্য সহায়ক হবে। আমরা প্রতিটি গাড়িতে সাতশ থেকে আটশ বস্তা ত্রাণ নিতে পারছি।

শুকনা খাবার, পোষাকসহ বন্যা কবলিত স্থানের জন্য যা যা প্রয়োজনীয়, সবই পাওয়া যাচ্ছে। তবে শিশু খাদ্য নিয়ে বেশ বিপাকে সমন্বয়করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো: মহিউদ্দিন বলেন, শিশু খাদ্য-শিশু পোশাক সবচেয়ে অপ্রতুল। এছাড়া, বন্যা কবলিত অঞ্চলে খেজুর খুব কাজে দেয়। এগুলোও আমাদের দরকার।

শুক্রবারও অব্যাহত থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ। আজ (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রম চলবে। এরপর অবস্থার অবনতি সাপেক্ষে বন্যাদুর্গত এলাকাগুলোতে আবারও ছুটে যাবে তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply