ইউক্রেন-রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে আগ্রহী ভারত। এসব যুদ্ধ বন্ধে যদি মধ্যস্ততাও করতে হয় তাতেও রাজি আছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এসব যুদ্ধ বন্ধে নিজ দেশের আগ্রহের কথা জানান তিনি।
পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে যৌথ সাংবাদ সম্মেলনে মোদি বলেন, যুদ্ধের ময়দানে কোনো সংকটের সমাধান সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠায় তাই কূটনৈতিক আলোচনা প্রয়োজন। তাই বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আলোচনার মাধ্যমে এসব সংঘাত বন্ধে যেকোনো সহায়তা করতে রাজি নয়াদিল্লি।
তিনি আরও বলেন, ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি আমাদের সবার জন্যই উদ্বেগের। যেকোনো সংঘাতে নিরীহ মানুষের প্রাণহানি মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই আমরা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সংলাপ ও কূটনীতিকে প্রচেষ্টাকে সমর্থন করি।
উল্লেখ্য, পোল্যান্ড থেকে ইউক্রেন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।
/এমএইচ
Leave a reply