পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

|

বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। বৈঠকের পর সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন আমীর খসরু চৌধুরী।

তিনি জানান, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এতদিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। তাই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। পিছিয়ে পড়া খাতগুলো কীভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে পাকিস্তানের হাইকমিশনারের সাথে আলোচনা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply