জেলেনস্কির সাথে আলোচনায় কিয়েভ গেলেন মোদি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য রাজধানী কিয়েভে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি সেখানে পৌঁছান।
ঐতিহাসিক এই সফরে তিনি রাশিয়ার সাথে যুদ্ধাবসানে একটি সমাধানে পৌঁছানোর জন্য চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেল অপারেটর মোদির কিয়েভে পৌঁছানোর কথা জানিয়েছে। তারা কিয়েভে একটি ট্রেন থেকে মোদির নামার ভিডিও প্রকাশ করে বলেছে, এই প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। অনেকদিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া। তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply