ইসরায়েলের হামলায় শিশুসহ লেবাননে নিহত ৮

|

ইসরায়েল-লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছেই। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) তেলআবিবের হামলায় লেবাননে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। এদের মধ্যে এক শিশুও রয়েছে। বাকিরা হিজবুল্লাহ যোদ্ধা। খবর আনাদোলু এজেন্সির।

লেবাননের দক্ষিণে অভিযানের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। হিজবুল্লাহর একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে দেশটি। গতকাল তেলআবিবের ছোঁড়া গোলা ও বোমার আঘাতে ধ্বংস হয় গোষ্ঠীটির ব্যবহৃত যান ও রকেট লঞ্চার।

জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে কমপক্ষে ৪০টি রকেট ছোঁড়ে হিজবুল্লাহ। রাতভর সতর্কতামূলক সাইরেন শোনা যায় অঞ্চলটিতে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন সীমান্ত। দেশটির দক্ষিণাঞ্চলে গত ১০ মাসে ৬ শতাধিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪শ’র বেশি হিজবুল্লাহ সদস্য।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply