বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (২৪ আগস্ট) সকালে মানিকগঞ্জের শিবালয়ে ৩৫ মেগাওয়ার্টের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত লাইন চালু করা হবে। বিদ্যুৎ ও জ্বালানিখাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেন ফাওজুল কবির।
/এনকে
Leave a reply