সাবেক বিচারপতি মানিককে কারাগারে পাঠালেন আদালত

|

ফাইল ছবি

আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান।

মানিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। বিকাল চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

আরও পড়ুন: কে এই বিচারপতি মানিক, কেন তিনি এতো আলোচিত-সমালোচিত

এর আগে, শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারারাত বিজিবির তত্ত্বাবধায়নেই ছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply