পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ, প্রথম ইনিংসে ১১৭ রানের লিড বাংলাদেশের

|

রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের প্রথম ইনিংসে গড়া ৪৪৮ রানের বিপরীতে ব্যাট করে ৫৬৫ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। এতে ১১৭ রানের লিড নিয়েছে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯১ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে। মাত্র ৯ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি মিস করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

এছাড়া দুই জোড়া অর্ধশতকের দেখা পেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। সাদমান ইসলামের ৯৩, মেহেদী মিরাজের ৭৭ ও লিটন দাসের ৫৬ রানের পাশাপাশি ৫০ রান আসে মমিনুল হকের ব্যাটে।

টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় টাইগারদের তৃতীয় সর্বোচ্চ এটি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৬৩৮ রান রয়েছে শীর্ষে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানের ইনিংস দুইয়ে।

স্বাগতিকদের পক্ষে ৩টি উইকেট তুলে নেন পেসার নাসিম শাহ। এছাড়া ২টি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলি। ১টি উইকেট তুলে নেন সাইম আয়ুব।

এর আগে, সাউদ-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংসের ঘোষণা দেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply