বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৭ বছর আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন শিবিরে তাদের আশ্রয় দেয়া হয়। তবে দীর্ঘ সাত বছরেও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন।
এর আগেও কয়েকদফায় বহু রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের হিসেব মতে, বর্তমানে কক্সবাজার ও ভাসানচর মিলিয়ে ১৩ লক্ষাধিক রোহিঙ্গা আছে। এদের অর্ধেকেরই বেশি ২০১৭ সালে বাংলাদেশে এসেছে।
এই দিনটিকে স্মরণে রোহিঙ্গা নেতারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, বিক্ষোভসহ নানা কর্মসূচির আয়োজন করেছেন। এসব কর্মসূচিতে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানাবেন রোহিঙ্গারা।
/আরএইচ
Leave a reply