ভারি বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোববার (২৫ আগস্ট) ভোর থেকেই ভারী বর্ষণ শুরু হয়। এর আগে, রাতেও কয়েক দফায় নগরীতে বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদফতরের জানায়, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নগরীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর রয়েল চত্বর, পিটিআই মোড়, রূপসাসহ বেশকিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বাসাবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে।
এদিকে, সড়ক জলমগ্ন থাকায় কর্মজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। যানবাহন কম চলাচল করায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
/আরএইচ
Leave a reply