উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আভাস

|

দেশের উপকূলীয় এলাকায় আজ রোববার ও আগামীকাল সোমবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হতে পারে। আজ রোববার (২৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিনি বলেন, সাগরে লঘুচাপ প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ, খুলনার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘ সাগর থেকে দক্ষিণে সরে যাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে, বন্যা কবলিত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত দুইদিনে উজানে বৃষ্টিপাত কম হয়েছে। ত্রিপুরায় মেঘ বিস্ফোরণে বৃষ্টিপাত হয়েছে। এ সময় অতিবৃষ্টিই বন্যার জন্য দায়ী বলেও জানান তিনি।

প্রসঙ্গত, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় জেলাগুলোর অর্ধকোটিরও বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। জেলার মধ্যে রয়েছে, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply