যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১। রোববার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যটির উত্তরাঞ্চলেই প্রাণ গেছে ২৯ জনের।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটালো এবারের দাবানলে। এখনও শতাধিক নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্যারাডাইজ শহর ও এর আশপাশের এলাকায় হতাহতদের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীদের ৫টি দল।
রোববার উষ্ণ ও শুষ্ক বাতাসে দাবানল ছড়িয়েছে দক্ষিণাঞ্চলের আরও দু’টি এলাকায়। পূর্ব সতর্কতা হিসেবে সরিয়ে নেয়া হয় ঐ অঞ্চলের কয়েক লাখ মানুষকে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত থাকবে উষ্ণ ও শুষ্ক বাতাস।
Leave a reply