মেসির অভাব বুঝতে দেয়নি সুয়ারেজ, জোড়া গোলে জেতালেন দলকে

|

মেজর লিগ সকারে এফসি সিনসিনাটিকে ২-০ গোলে হারিয়ে আসরের প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। দলের হয়ে জোড়া গোল করেছেন উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ইনজুরির কারণে এ ম্যাচেও দর্শকের ভূমিকায় ছিলেন মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে তার অভাব বুঝতে দেননি সুয়ারেজ। ম্যাচের প্রথম মিনিটেই দারুণ ফিনিশিংয়ে লিড এনে দেন দলকে। মিনিট ছয়েকের মাথায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই তারকা।

এই জয় মায়ামির জন্য প্রতিশোধেরও ছিল। কারণ জুলাই মাসে সিনসিনাটি তাদের ৬-১ ব্যবধানে পরাজিত করেছিল। প্রতিশোধের আগ্রহ নিয়ে মাঠে নামা মায়ামি দলটি ছিল আত্মবিশ্বাসী।

ম্যাচের ৪২ মিনিটে টমাস আভিলেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার মায়ামি। তবে ম্যাচের বাকি সময়ে ডিফেন্স সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। এই জয়ে ৮ ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট কাটে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।

 আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে প্লে–অফের খেলা। মায়ামি কোচ জেরার্দো মার্তিনো অবশ্য জানিয়েছেন , চোটের কারণে আপাতত দলের বাইরে থাকা মেসি প্লে–অফের আগেই মাঠে ফিরবেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply