২০০৩ সালে পাকিস্তান সফরে প্রথম ও শেষবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। প্রথম দুটি টেস্ট হেরে গেলেও, সিরিজের তৃতীয় টেস্ট বা মুলতানে অনুষ্ঠিত সেই ম্যাচের দুঃসহ স্মৃতি দীর্ঘ দুই দশক তাড়া করে বেড়িয়েছে টাইগারদের। একমাত্র সেই টেস্টেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও একটুর জন্য হারতে হয়েছিলো বাংলাদেশকে। ইনজামাম-উল-হকের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ১ উইকেটে ম্যাচ জিতেছিলো পাকিস্তান।
২১ বছরে পাকিস্তান সফরে অনেকবার গিয়েছে বাংলাদেশ। দেশেও তাদের বিপক্ষে একাধিক হোম সিরিজ খেললেও বাংলাদেশ জিততে পারেনি একবারও। বলার মতো কেবলমাত্র ২০১৫ সালের খুলনা টেস্ট। এবার যেনো সেই মাহেন্দ্রক্ষণ এসে ধরা দিলো টাইগারদের কাছে। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয়ের সুবাতাস পেতে শুরু করেছে নাজমুল হাসান শান্তর দল।
শেষ দিনে ২৫ রানে ১ উইকেট নিয়ে খেলতে নামা পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছে টাইগার বোলাররা। প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১২০ রান। তারা দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে ৩ রানের। তাই বলাই যায়, মুলতানের সেই দুঃসহ স্মৃতির ইতি ঘটতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে।
/এমএইচআর
Leave a reply