কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা খাটছেন বিএনপি নেত্রী। বর্তমানে তিনি পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
৮ নভেম্বর তফসিল ঘোষণার পর গতকাল নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় দলটি। সে অনুযায়ী আজ থেকে মনোনয়নপত্র বিক্রিও শুরু করেছে। মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম তোলা হয়েছে।
দুই মামলায় কারাদণ্ড হওয়ায় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে বিতর্ক দেখা দিয়েছে। আইনে বলা আছে, কোনো ব্যক্তি কোনো আদালতে দুই বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। তবে সংক্ষুব্ধ ব্যক্তি অযোগ্য ঘোষিত হলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে আদালত যে রায় দেবে সে অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন।
Leave a reply