রাওয়ালপিন্ডি টেস্ট: জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০ রান

|

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়তে প্রয়োজন মাত্র ৩০ রান। রাওয়ালপিন্ডিতে টেস্টের শেষ দিনে পাকিস্তানি ব্যাটারদের রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছে টাইগার বোলাররা। আগের দিনে ২৫ রানে ১ উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে থামে ১৪৬ রানে। আগের ইনিংসে ১১৭ রানের লিড থাকায় এখন সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে।

প্রথম ইনিংসে সউদ-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৪৮। জবাবে মুশফিকের ১৯১ রানের পাশাপাশি দলীয় আরও চার ব্যাটারের অর্ধশতকে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাকিব-মিরাজের ঘূর্ণির সামনে নাজেহাল পাকিস্তানি ব্যাটাররা। মিরাজ ৪টি ও সাকিব তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান শরিফুল, হাসান, নাহিদ।

উল্লেখ্য, প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট হারানোর সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও টেস্টে তাদের পরাজিত করতে পারেনি টাইগাররা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply