ভয়াবহ ভূমিধসের কবলে থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেট। এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানির খবর মিলেছে। গুরুতর আহত হয়েছে ১৯ জন। আজ রোববার (২৫ আগস্ট) এমনটা জানিয়েছে ব্যাংকক পোস্ট।
ব্যাপক ক্ষতিগ্রস্ত ফুকেটের দুই শতাধিক ঘরবাড়ি। অচল পুরো দ্বীপের যোগাযোগ ব্যবস্থা। আকস্মিক ভূমিধসে চরম বিপাকে পড়েছে শহরে আটকা পড়া পর্যটকরা।
কর্তৃপক্ষ জানায়, গত দুদিন প্রবল ও টানা বৃষ্টিপাতের কারণেই এ ভয়াবহ ভূমিধস। দুর্যোগ কবলিত দ্বীপটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। এরইমাঝে শুরু হয়েছে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ। যা চলবে আরও দুই তিন দিন।
/এএম
Leave a reply