পুঁজিবাজারে আস্থা ফেরাতে চাই: বিএসইসির চেয়ারম্যান 

|

পুঁজিবাজারে ১৪ বছর ধরে চলা অনিয়ম দুর করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার (২৫ আগস্ট) বিকেলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সঙ্গে সৌজন্য বৈঠকে এসব কথা বলেন বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, লেনদেনে স্বচ্ছতা আনতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। এজন্য বাড়ানো হবে নজরদারি। পুঁজিবাজারে লেনদেনে কোনো ধরনের কারসাজি চলতে দেয়া হবে না বলেও জা্নান চেয়ারম্যান।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা না হলে পুঁজিবাজারের উন্নয়ন টেকসই হবে না। নিয়ন্ত্রক সংস্থায় কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে কমিশন। এরপর পর্যায়ক্রমে মার্কেট মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান এবং তালিকাভুক্ত প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, অন্যায় করে আইনের ফাঁক দিয়ে দুর্নীতিবাজরা যেন বের হয়ে যেতে না পারে, তার জন্য সতর্ক থাকবে কমিশন। এজন্য সিএমজিএফের সহযোগিতাও চান বিএসইসি চেয়ারম্যান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply