বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) কর্তৃক পেশকৃত রেজিস্ট্রেশন সার্ভিস উন্নয়নে ১১ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার (২৫ আগস্ট) সংগঠনটির মহাসচিব ও চেয়ারম্যান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানায় সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিবাদী সরকারের অপকর্ম, শোষণ, নির্যাতন, গুম, খুন, বিচার বহির্ভুত হত্যার অন্যতম কুশীলব আইন ও বিচার বিভাগের সচিব, উপ সচিব রেজিস্ট্রেশনসহ মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন শাখার সকল কর্মকর্তাকে অপসারণ করতে হবে। একই সময়ের মধ্যে তাদের জায়গায় রেজিস্ট্রেশন সার্ভিসের অফিসারদের পদায়ন করার দাবিও জানানো হয়।
সংগঠনটি আরও জানায়। তাদের প্রস্তাবসমূহ মেনে না নিলে রেজিস্ট্রেশন সার্ভিসের কর্মকর্তারা আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে কর্মবিরতী পালন করবে।
/এএস
Leave a reply