এবার এস আলম গ্রুপের প্রভাব মুক্ত হলো এসআইবিএল

|

এবার বহুল বিতর্কিত এস আলম গ্রুপের প্রভাব বলয় মুক্ত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। রোববার (২৫ আগস্ট) বিকেলে নতুন পর্ষদের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৫ সদস্যের পর্ষদের চেয়ারম্যান হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার, অবসরপ্রাপ্ত মেজর ডা. রেজাউল হক। পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাসকুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যাস বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি মোরশেদ আলম খন্দকার ও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট আনোয়ার হোসেন।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায়, ২০১৭ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদ, এস আলম গ্রুপের দখলে চলে যায়। গেল ১৮ আগষ্ট, পর্ষদ ভেঙ্গে দিতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন জানিয়েছিলেন, ব্যাংকটির তিনজন উদ্যোক্তা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply