রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় শিশুসহ অন্তত ৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে রাশিয়া।
রোববার (২৫ আগস্ট) বেলগোরদের রাকিতনয়ে শহরে জোরালো হামলা চালায় কিয়েভ। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। বিমান হামলায় শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর।
দু’সপ্তাহ আগে কুরস্কে ইউক্রেনের জোরালো হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। পাল্টাপাল্টি হামলা চলছে বিভিন্ন ফ্রন্টে।
ইউক্রেনীয় বাহিনীর হামলায় কোনঠাসা বেলগোরদে চলতি মাসের মাঝামাঝি জরুরি অবস্থা জারি করেছিল মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে কুরস্কে আরও সেনা পাঠানো হয়েছে।
/এনকে
Leave a reply