নাটোরে সাবেক এমপি শিমুলসহ ১৩৫ জনের নামে হত্যা মামলা দায়ের

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে হত্যার অভিযোগ এনে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ১৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে সদর থানায় নিহতের মামা সোহেল রানা অভিযোগ দায়ের করেন।

মামলার অভিযোগকারী সোহেল রানা শহরের উত্তর বড়গাছা এলাকার বাসিন্দা। এজাহার সুত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সকালে শহরের বড়গাছা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে যায় কয়েকজন। তারপর মেহেদীকে শহরের কান্দিভিটা এলাকায় সাবেক এমপি শিমুলের বাড়িতে আটকে রেখে তাতে আগুন ধরিয়ে সবাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেহেদীর চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

এজহারে আরও উল্লেখ করা হয়, অবস্থার অবনতি হলে মেহেদীকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট ভোরে মেহেদী মারা যায়। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি ও পুলিশ সদস্য কর্মবিরতির জন্য অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়।

এজাহারটি নথিভুক্ত করার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply