চীনে বন্যার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

|

প্রবল বৃষ্টিতে রাজধানী বেইজিংসহ চীনের বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এরই মধ্যে বেশ কয়েকটি শহরে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। রাজধানীসহ আরও কিছু অঞ্চরে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। খবর সিজিটিএনের।

জলাবদ্ধতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। ব্যাহত হচ্ছে জনজীবন। পানি নিষ্কাশনে কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা। আবহাওয়া দফতর জানায়, সোমবার সকাল ১০টা পর্যন্ত বেইজিংয়ে রেকর্ড করা হয়েছে ৫৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি। চাইয়াং, হাইডিয়া, তংঝু সুনইয়সহ বিভিন্ন শহরে বৃষ্টিপাত হয়েছে ১০০ মিলিমিটার পর্যন্ত।

বন্যা নিয়ন্ত্রণের জন্য চার স্তরের জরুরি সতর্কতা ব্যবস্থা রয়েছে চীনে। এই মুহূর্তে চীনে চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply