Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১

ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। রাজ্যেটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, এখনও ২২৮ জন নিখোঁজ।

বিশেষভাবে, প্যারাডাইজ এলাকায় অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। ২৭ হাজার বাসিন্দার শহরটি আগুনে ভস্মীভূত; ছাই হয়ে গেছে ৬ হাজার ৭শ’ ঘরবাড়ি ও স্থাপনা।

স্থানীয় আবহাওয়া অফিসের মতে, সোমবার রাতেও ৯১ মিটার উঁচু পর্যন্ত ওঠেছিলো দাবানলের আগুন। রাজ্যের এক হাজার ৪০ স্কয়ার কিলোমিটার এলাকায় এখনও সক্রিয় দাবানল। যা নিয়ন্ত্রণে দিনরাত খাটছেন ফায়ার সার্ভিসের ৮ হাজার সদস্য।

এদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ‘মালিবু’তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে গেছে শহরটির প্রায় দুশ’ ঘরবাড়ি ও স্থাপনা।

Exit mobile version