Site icon Jamuna Television

চলে গেলেন কমিক বুক জিনিয়াস স্ট্যান লি

চলে গেলেন কমিক বুক জিনিয়াস স্ট্যান লি। সুপারহিরো ‘স্পাইডার ম্যান’, ‘আয়রন ম্যান’, ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘ইনক্রিডিবল হাল্কে’র মতো চরিত্রের জনক তিনি।

সোমবার তার মেয়ে জেসি লি গণমাধ্যমকে এই সব্যসাচী লেখকের প্রয়াণের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলসের সিডার-সিনাই মেডিকেল সেন্টারে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ট্যান লি’র লেখনীতে, মানসিক অনিরাপত্তাবোধ থেকেই সুপারহিরো’র জন্ম এ ধারণাটি স্পষ্ট। ৫০’র দশকের মাঝামাঝি সময়, আনুষ্ঠানিকভাবে মার্ভেল স্টুডিও তাকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে নিয়োগ দেয়। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রায় সব জনপ্রিয় সুপারহিরোর চরিত্রের জন্মদাতা স্ট্যান লি। যারমাঝে, সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করে স্পাইডার ম্যান। ১৯৯৮ সালে, মার্ভেল স্টুডিও’র কাছ থেকে চলচ্চিত্র, টিভি শো এবং চরিত্র বাবদ ১০ শতাংশ মুনাফা দাবি করেন এই লেখক। ২০০৮ সালে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’- এ ভূষিত হন তিনি।

Exit mobile version